ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মে ৬, ২০২৩
আদিতমারীতে ফেনসিডিলসহ ইজিবাইক চালক আটক

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিভার মিলনবাজার এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সিট বক্স থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ চালক আদম আলীকে (২১) আটক করেছে পুলিশ।  

এ ঘটনায় শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে চালক আলীসহ তিনজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আটক আলী ওই এলাকার ফয়জার আলীর ছেলে।  

এ মামলায় পলাতকরা হলেন- একই গ্রামের বছের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) ও সবদল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিপুল মিয়া (২৪)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিভার মিলনবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে একটি ইজিবাইক জব্দ করা হয়। পুলিশে দেখে মাদক কারবারি শফিকুল ও বিপুল পালিয়ে যান। পরে ইজিবাইকটি তল্লাশি করে সিট বক্স থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দসহ চালক আলীকে আটক করা হয়। জব্দ করা হয় ইজিবাইকটিও।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালক আলী ও পলাতক দুই কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।