ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ৬ জুয়াড়িকে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৬, ২০২৩
আদিতমারীতে ৬ জুয়াড়িকে কারাদণ্ড

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় ছয়জন জুয়াড়িকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

শনিবার (৬ মে) দুপুরে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত।  

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার আব্দুল আউয়ালের ছেলে আলম মিয়া (৩০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৯), মৃত আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম সাইদুল (৪৫), মৃত মনছুর আলীর ছেলে মোজাম্মেল হক (৫১), মৃত নুরুল হকের ছেলে মমিনুর ইসলাম (৩৫) ও আফতাব আলীর ছেলে একরামুল হক (৩৫)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দীঘলটারী গ্রামের মিজানুর রহমানের বাড়িতে জুয়ার আসর বসেছে -এমন গোপন খবরে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ওই ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ।  

দুপুরের দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় তাদের কারাদণ্ড ও জরিমানা করেন বিচারক। পরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।