ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে মিলল ১১ কেজি রূপা, আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ৬, ২০২৩
মোটরসাইকেলের ট্যাংকের ভেতরে মিলল ১১ কেজি রূপা, আটক দুই

চুয়াডাঙ্গা: জেলায় চোরাচালানের সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর থেকে প্রায় ১১ কেজি রূপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৬ মে) দুপুরে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে রূপাসহ তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সারোয়ার উদ্দিন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।

পুলিশ জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তিকে আসতে দেখে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে প্রায় ১০ কেজি ৯৬৫ গ্রাম ওজনের রূপার গহনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রূপার চালানটি ফরিদপুরে নিয়ে যাচ্ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।