ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় সাব-রেজিস্ট্রি অফিসের সহকারীর ওপর হামলা, মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
নওগাঁয় সাব-রেজিস্ট্রি অফিসের সহকারীর ওপর হামলা, মানববন্ধন

নওগাঁ: জেলায় সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (০৭ মে) দুপুরে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লীয়জ অ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে রেজিস্টারের অস্থায়ী কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ মে জেলার আত্রাই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামের ওপরে সন্ত্রাসী হামলায় হয়। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে করে এমন ন্যক্কারজনক হামলা আর কেউ করতে না পারে।

মানববন্ধনে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লীয়জ অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি লুৎফর রহমান সরদার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, মো. সাইদুল ইসলাম, গোলাম সামদানী, কামরুজ্জামান রকিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।