ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘ডিপ্রেশনের একমাত্র ওষুধ খেলাধুলা’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৮, ২০২৩
‘ডিপ্রেশনের একমাত্র ওষুধ খেলাধুলা’ কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের আমলে ডিপ্রেশনের একমাত্র ওষুধ ছিল খেলাধুলা, খেলাধুলা, খেলাধুলা। আমরা কোনো ডিপ্রেশনের ওষুধ কিনতাম না।

এখন খেলাধুলা নাই, তাই ডিপ্রেশনের ওষুধ বেশি বিক্রি হয়। ভিটামিন ‘ডি’ কারো শরীরে নেই। ডিপ্রেশন ও মাদক থেকে মুক্তি পেতে হলে আমাদের খেলাধুলা করতে হবে। তাহলে আমরা একটি সুন্দর নগরী গড়ে তুলতে পারবো।

সোমবার (৮ মে) সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর কল্যাণ সমিতির মাঠে আয়োজিত‌ ‘ডিএনসিসি মেয়র’স কাপ টুর্নামেন্ট’র ভলিবল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

ডিএনসিসি মেয়র কাপ-২০২৩, সিজন-২ এর ভলিবল ডিসিপ্লিনের খেলার উদ্ভোধন ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আগে কী সুন্দর দিন কাটাইতাম, কারণ আগে খেলার মাঠ ছিল, আমরা খেলেছি। কিন্তু এখন খেলার মাঠ নেই, তাই আমরা খেলতে পারি না। খাল নাই, তাই নৌকার চালাতে পারি না। খেলার মাঠ নাই, খেলতে পারি না। তাই সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে।  

সমাজকে মাদকমুক্ত করতে পারলেই আমাদের দেশে সোনার ছেলে তৈরি হবে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! আমরা কিন্তু খেলার মাঠগুলোতেও ভবন তৈরি করে ফেলছি।  

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোথাও খেলার মাঠ দখল হতে দেখলেই তারা জানায়। এর জন্য সাংবাদিক সমাজকে ধন্যবাদ জানাই।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ ফেব্রুয়ারি কালশী বালুর মাঠে গিয়েছিলেন। সেখানে তিনি ঘোষণা দেন, ওই মাটি খেলার মাঠ হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেখানে চারপাশে বেড়া দিয়ে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে, ন্যাশনাল হাউজিংয়ের পিপিপির মাধ্যমে বড় বড় ভবন নির্মাণ হবে। যেদিন আমি ওমরাহ করতে যাবো, তার আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে সালাম নিতে গিয়ে ওই বিষয়টি আমি জানাই। বললাম কালশীর বালুর মাঠে ১৭ বিঘা জমিতে বেড়া দিয়ে ভবন নির্মাণের পাঁয়তারা চলছে। তখন তিনি সঙ্গে সঙ্গে পিএম অফিসের বিষয়টি জানিয়ে নির্দেশ দিলেন, কালশীর বালুর মাঠে আর কোনোদিন দালান বা ভবন হবে না। সেখানে খেলার মাঠ ও শিশুপার্ক হবে।  

ওই বিষয়টি এখন প্রসেসের মধ্যে আছে। আমরা আর কিছুদিনের মধ্যেই এ বিষয়ে চিঠি পেয়ে যাবো। এটি বাংলাদেশের প্রথম যে সরকার ১৭ বিঘা জমি শুধুমাত্র খেলার মাঠের জন্য দিচ্ছেন। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়িক স্পন্সর কোম্পানির উদ্দেশে মেয়র বলেন, আসুন আমরা সবাই মিলে মাদকমুক্ত একটি সমাজ গড়ি। তাহলে আপনাদের প্রোডাক্ট বিক্রি হবে। আর যদি মাদকমুক্ত না হয় তবে আপনাদের প্রোডাক্ট কেউ কিনবে না।  

মেয়র আতিকুল বলেন, উড়ন্ত বলে দুরন্ত খেলা, তার নাম ভলিবল। এই খেলা গ্রাম-বাংলার খেলা। কিন্তু ভলিবল খেলাটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তাই আমি বলেছি ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে যাতে ভলিবল খেলা চালু হয়।

তিনি বলেন, আগামী ২০২৪ সালে ফ্রান্সে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অলিম্পিকে একটি ইভেন্ট আছে বিচ ভলিবল। গত বছর যখন আমি নেদারল্যান্ডস যাই তখন থেকেই বিচ ভলিবল অনুষ্ঠিত হওয়ার আয়োজন চলছিল অস্ট্রেলিয়া, ব্রাজিল, মালদ্বীপে। আমি তখন বলি, বিচ ভলিবল বাংলাদেশে কেন হবে না? তখন তারা বলল, আমরা তো জানি না বাংলাদেশে কোনো বিচ আছে কিনা। তখন আমি অবজেকশন জানালাম। বললাম আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে গত বছর ছোট পরিসরে একটি বিচ ভলিবলের আয়োজন করা হয়েছিল। আগামী ২০২৪ সালের অলিম্পিক গেমসে বিচ ভলিবলের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজারে। তাই ভলিবল আর আগের ভলিবল নাই এই ভলিবল ছিল আমাদের বাপ-চাচাদের খেলা। এখন নতুন করে অ্যাড হয়েছে মডার্ন ভলিবল।

এই মডেল মডার্ন ভলিবল কে ধরে রাখতে হলে আমাদের জেলাপর্যায়ে, যুবপর্যায়ে, স্কুলপর্যায়ে খেলা অনুষ্ঠিত হতে হবে। ইতোমধ্যে আমি আমার ভলিবল ফেডারেশনকে সব ধরনের নির্দেশনা দিয়ে রেখেছি।

নারীরা ভলিবল খেলবে পাড়ায় পাড়ায় এটা অবিশ্বাস্য হলেও সত্যি কারণ নারীরাই আজ আমাদের সাফ গেমস বিজয়ী ক্রিকেট ফুটবল চ্যাম্পিয়ন।

কাউন্সিলরদের উদ্দেশে বলেন, যে কাউন্সিলররা তাদের এলাকায় নারী ভলিবল টিম নামাবে তাদের জন্য মেয়র দপ্তর থেকে বিশেষ সহযোগিতা থাকবে। নারীদের টিম নামাচ্ছেন সেটা ভলিবল হোক ক্রিকেট হোক আর ফুটবল হোক যেটাই হোক যদি কোনো কাউন্সিলর টিম নামান তাহলে তাদের বিশেষ প্রণোদনা থাকবে। কাউন্সিলরদের পুরুষ দল তো নামাতেই হবে, এরপর বাড়তি নারী দলও নামাতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম বাছেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বাবুল, উত্তরা চার নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠের সভাপতি মেজর আনিসুর রহমান (অব.), রানার গ্রুপের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর ওয়াহিদ মুরাদ, দারাজ বাংলাদেশের হেড অব স্টেকহোল্ডার রিলেশন্স মো. শামসুল ইসলাম মাসুদ।  

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং কাউন্সিলরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।