ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ৩ শিশুসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ৩ শিশুসহ আহত ৪ প্রতীকী ছবি।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে তিন শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে।  

সোমবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিতে আহতরা হচ্ছে- ওমর ফারুক (৭), সেফায়দ (৫), জসিম (৬) ও করিম উল্লাহ (৫৫)। তারা সবাই উখিয়ার আট নম্বর ক্যাম্পের ডব্লিউ ব্লকের বাসিন্দা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি দলের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ কয়েকজন রোহিঙ্গা গুলিতে আহত হয়েছে।

তিনি আরও জানান, সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। এখন পরিস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।