ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাটখিলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
চাটখিলে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক আগ্নেয়াস্ত্রসহ আটক শফিকুল ইসলাম

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের বাইশসিন্দুর গ্রামের বদলকোট-দশঘরিয়া সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।

 

আটক শফিকুল একই উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামের মৃত সেকান্দার মিয়ার ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক শফিকুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।