ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেলাবোতে লালন আখড়ায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
বেলাবোতে লালন আখড়ায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ঢাকা: নরসিংদীর বেলাবোতে লালন আখড়ায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

মঙ্গলবার (০৯ মে) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক বিবৃতিতে গত ৭ মে বিকেল ৫টায় নরসিংদীর বেলাবো উপজেলায় এক লালন আখড়ায় দুর্বৃত্তদের হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, লালন ভক্তদের খুন, আহত করা, বাদ্যযন্ত্র ভাঙচুরের ঘটনা, মুক্তমনাদের হত্যাসহ ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো। এ সাম্প্রদায়িক গোষ্ঠীর মামলায় শরিয়ত বয়াতিকে জেল খাটতে হয়েছে। বাউল সম্রাট শাহ আবদুল করিমের শিষ্য রনেশ ঠাকুরের সংগ্রহশালা এরা পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন ওয়াজে কিছু ওয়াজি বক্তা গান-বাজনার বিরুদ্ধে ওয়াজ করে যাচ্ছে। ফলে সমাজে আমাদের বাংলার সংস্কৃতি বিরোধী মনোভাব তৈরি হচ্ছে। এ অন্ধগোষ্ঠী দেশের দুর্নীতি, লুটপাট, উচ্চ পণ্যমূল্যের বিরুদ্ধে, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে না। এদের সব কথা, গান-বাজনাসহ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির বিরুদ্ধে।

বিবৃতিতে অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত শিল্পীদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৯, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।