ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে খালে ডুবে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ১০, ২০২৩
কালিগঞ্জে খালে ডুবে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরা: কালিগঞ্জে খালের পানিতে ডুবে জাহানারা খাতুন (৯১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১০মে) ভোর রাতে বাড়ির পাশের খালে পড়ে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের বাগমারি গ্রামের আসির উদ্দিনের স্ত্রী।

জাহানারা খাতুনের ছোট ছেলে জাহাঙ্গীর আলম জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে মা বাড়ির পাশের খালের ধারে বসে ছিল। সকালে তার মরদেহ খালে ভাসতে দেখে আমরা থানায় খবর দেই।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।