ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ আরসা কমান্ডার আটক

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোহাম্মদ জুবায়ের ওরফে হাফেজ জুবায়ের (৩২) নামে আরাকার রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছে থেকে চারটি দেশীয় তৈরি বন্দুক, ৩২টি গুলি, একটি গুলির খালি খোসা, দুটি ওয়াকিটকি ও দুটি চার্জার উদ্ধার করা হয়।

বুধবার (১০ মে) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা শিবিরের এ-১৪ ব্লকে অভিযান চালানো হয় বলে জানান এপিবিএন- ৮ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ আমির জাফর।

বুধবার দুপুরে উখিয়ার এপিবিএন- ৮ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক এডিআইজি মোহাম্মদ আমির জাফর সাংবাদিকদের আরও জানান, এর আগে মঙ্গলবার (০৯ মে) রাতে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে জুবায়েরকে  আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ জুবায়ের ওরফে হাফেজ জুবায়ের (৩২) উখিয়া উপজেলার ১৯ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৪ ব্লকের বাসিন্দা ওমর মিয়ার ছেলে।

জুবায়েরকে এপিবিএন সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তিনি ১৯ নম্বর তানজিমারঘোনা রোহিঙ্গা শিবিরে তার এক সহযোগীর বসতঘরে অস্ত্র মজুদ থাকার তথ্য জানান। পরে সেখানে অভিযান চালিয়ে চারটি দেশীয় তৈরি বন্দুক, ৩২টি গুলি, একটি গুলির খালি খোসা, দুটি ওয়াকিটকি ও দুটি চার্জার উদ্ধার করা হয়। জুবায়ের আরসার শীর্ষ কমান্ডার। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ অপহরণ, মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে বলেও জানান এডিআইজি আমির জাফর।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ১০, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।