ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রবীণ আইনজীবী পীযূষ কান্তি চৌধুরী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
প্রবীণ আইনজীবী পীযূষ কান্তি চৌধুরী আর নেই ...

কক্সবাজার: জেলার প্রবীণ আইনজীবী, শহীদের সন্তান ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট পীযূষ কান্তি চৌধুরী আর নেই।  

বৃহস্পতিবার (১১ মে) বিকাল তিনটার দিকে কক্সবাজার শহরের নিজ বাড়িতে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।  

মৃত্যুকালে স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

পারিবারিক সুত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (১২ মে) সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।  

তিনি ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও ন্যাপ (মোজাফফর) এর সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

জেলার প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কক্সবাজার ডায়বেটিক সমিতির সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক অ্যাড. তোফায়েল আহমেদ। এছাড়াও গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকা প্রবাসী অ্যাড. স্বপন চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, মে ১১, ২০২৩,
এসবি/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।