ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সুনীল সমাদ্দার (৫২) আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের রাম সমাদ্দারের ছেলে। তিনি গৈলা বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন। অপর ব্যবসায়ী সৈয়দ সরোয়ার হোসেন (৪৫) সুজনকাঠি গ্রামের আব্দুল রশিদের ছেলে ও গৈলা বাজারের সুপারি ব্যবসায়ী।

স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় মাছ ব্যবসায়ী সুনীল সমাদ্দার বরিশালের মাছের আড়ৎ থেকে এক লাখ ষাট হাজার টাকার ইলিশ মাছ কেনেন। পরে বরিশাল থেকে বাড়ি ফেরার পথে পয়সারহাটগামী লোকাল বাসে বসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। আর সুপারি ব্যবসায়ী সৈয়দ সরোয়ার হোসেন মাহিলাড়া হাট থেকে সুপারি কিনে পয়সারহাটগামী একই লোকাল বাস ওঠেন এবং তিনিও অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

প্রাথমিকভাবে জানা গেছে, এ দুই ব্যবসায়ীকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা সবকিছু লুটে নিয়েছে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তির পর মাছ ব্যবসায়ী সুনীল সমাদ্দারের জ্ঞান ফিরে না আসার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বখতিয়ার আল মামুন তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর সুনীল সমাদ্দারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বখতিয়ার আল মামুন জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই রোগীর একজনকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অপরজনেরও জ্ঞান ফিরে না আসায় তাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য তালুকদার মনিরুজ্জামান জানান, মাছ ব্যবসায়ী সুনীল সমাদ্দারের মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপর ব্যবসায়ী সৈয়দ সরোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার ভাই আতিয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।