ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

৫০ ফুট উঁচু মিনারের চূড়ায় উঠে গেলেন নারী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ১১, ২০২৩
৫০ ফুট উঁচু মিনারের চূড়ায় উঠে গেলেন নারী!

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে মসজিদের ৫০ ফিট উঁচু মিনারের চূড়ায় উঠে যাওয়া সুমি (২৫) নামে মানষিক ভারসম্যহীন এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।  

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার মসজিদের মিনার থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার সুমি পশ্চিম গৌরীপাড়া (জোলাপাড়া, বৌবাজার) এলাকার বাসিন্দা মৃত ঠাকুর দাসের মেয়ে।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়া এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি মসজিদের ৫০ ফুট উঁচু মিনারের চূড়ায় ওই নারীকে দেখতে পান তারা। এ সময় স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। পরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।  

উদ্ধার সুমির মা চন্দনা রানী জানান, বেশ কিছুদিন ধরেই সুমি নিখোঁজ ছিলেন। তার মানষিক সমস্যা আছে। সুযোগ পেলে যখন তখন এদিক-সেদিক চলে যান।

এ বিষয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।