ঢাকা: ঘূর্ণিঝড় 'মোখা' উপদ্রুত এলাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শনিবার (১৪ মে) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। যেসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে সেসব এলাকার বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগ/সমন্বয় সাধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখাকে কন্ট্রোলরুম হিসেবে ঘোষণা এবং ৯ জন কর্মকর্তা/কর্মচারীকে কন্ট্রোলরুমের দায়িত্ব দেওয়া হলো। কন্ট্রোল রুম- ভবন নম্বর-৩, কক্ষ নম্বর-১৩/খ, ই-মেইল: [email protected] ফোন: ৯৫৪৯৬২১ সেল নম্বর- ০১৭৬২৪২১২৭৫।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ প্রশাসনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ এবং সমন্বয় করবেন বলেও এতে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) রিপন চাকমা অবহিত করবেন। উল্লিখিত কার্যক্রমের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমআইএইচ/এসআইএ