ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে রোববারের মধ্যে জানানো হবে

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২৩
কূটনীতিকদের নিরাপত্তার বিষয়ে রোববারের মধ্যে জানানো হবে

ঢাকা: পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ঢাকায় বিদেশি মিশনগুলোর মধ্যে যারা অতিরিক্ত প্রোটকল ব্যবহার করতে চান, তারা কীভাবে সেটি নিতে পারেন, তা নিয়ে আগামী রোববারের মধ্যে আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানানো হবে।

বুধবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ‌্য জানান পররাষ্ট্রসচিব।

মাসুদ বিন মোমেন বলেন, নিরাপত্তা বিষয়ে আনসার বাহিনীকে আমরা প্রস্তুত করেছি। কেউ অতিরিক্ত নিরাপত্তা নিতে চাইলে আনসারের সহায়তা নিতে পারে। এটা কীভাবে নিতে পারবে, তা রোববার আনুষ্ঠানিকভাবে মিশনগুলোকে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আনসার মহাপরিচালক এ কে এম আমিনুল হক বলেন, কূটনৈতিক মিশনগুলোতে বাড়তি প্রটোকল দিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আনসারের অভিজ্ঞতাও রয়েছে। আনসার বাহিনী ইউরোপীয় ইউনিয়নকে এই সেবা দিয়ে থাকে।

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‌্য, সৌদি আরবসহ আরও চার দেশের কূটনীতিকদের বাড়তি প্রটোকল সুবিধা বাতিল করেছে সরকার।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৭,  ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।