ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে তক্ষকসহ দুই পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মে ১৯, ২০২৩
করিমগঞ্জে তক্ষকসহ দুই পাচারকারী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি তক্ষকসহ দুই পাচারকারীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

আটকরা হলেন—কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উজান ভড়াটিয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. মোস্তাকিম (৩২) ও একই উপজেলার আশুতিয়া এলাকার মৃত আলীর ছেলে মো. মানিক (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প জানতে পারে যে, একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চল থেকে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রি করে আসছে। এ তথ্যের সত্যতা যাচাইসহ আইনের আওতায় আনার জন্য ওই পাচারকারীদের ওপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। এ সময় পাচারকারী মো. মোস্তাকিম ও মো. মানিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিরল প্রজাতির তক্ষক ও দুটি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক দুই পাচারকারী জানান, তক্ষকটি তারা সিলেট জেলা থেকে ৬ লাখ টাকা মূল্যে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আটক মোস্তাকিম ও মানিকের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময় : ০১৪১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।