ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
বরিশালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১১

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকটির চালক-হেলপারসহ ১১ আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১৯ মে) ভোরে বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ লালপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাবিব খান নামে ট্রাকটির এক আরোহী জানান, ঢাকা থেকে পরিবারের সদস্য ও গৃহস্থালি মালামাল নিয়ে ট্রাকে করে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যাচ্ছিলেন। পথে চালক ঘুমিয়ে পড়ায় তাদের বহনকারী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় তারা ১১ আরোহী, চালক-হেলপারসহ আহত হন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ঘুমিয়ে পড়েছিল কিনা তা জানা নেই। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএস/এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।