ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রম মন্ত্রণালয় শ্রমিকের নয়, মালিকের স্বার্থ রক্ষা করছে: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মে ১৯, ২০২৩
শ্রম মন্ত্রণালয় শ্রমিকের নয়, মালিকের স্বার্থ রক্ষা করছে: সেলিম

ঢাকা: দেশের শ্রম মন্ত্রণালয় থাকলেও সেটা শ্রমিকদের স্বার্থে কাজ না করে মালিকের স্বার্থ রক্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

শুক্রবার (১৯ মে) রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আঞ্চলিক কমিটির নেতাদের কেন্দ্রীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম।

শ্রমিক আন্দোলন ও বর্তমান রাজনীতি প্রসঙ্গে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমানে দেশ ব্যবসায়ীদের স্বার্থে পরিচালিত হচ্ছে। দেশের ৯৫ ভাগ শ্রমিক মেহনতি মানুষ আজ শোষণের শিকার। এখান থেকে মুক্তির একমাত্র পথ হলো শ্রমিক শ্রেণির রাষ্ট্র কায়েম করা।

তিনি আরও বলেন, দেশের শ্রম মন্ত্রণালয় থাকলেও সেটা শ্রমিকদের স্বার্থে কাজ না করে মালিকের স্বার্থ রক্ষা করছে। এই মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় হলেও প্রকৃত অর্থে তা মালিক মন্ত্রণালয়ে পরিণত হয়েছে।

মালিকপক্ষ যেন ১০ শতাংশের বেশি মুনাফা নিতে না পারে এবং মুনাফার অংশ যাতে শ্রমিকের মধ্যে বণ্টন করা হয় সেজন্য দেশে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের জন্য একতাবদ্ধ শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মন্টু ঘোষ বলেন, আমরা শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা দাবি করেছি। কিন্তু রাষ্ট্র এতোটাই স্বৈরতান্ত্রিক যে, তারা শ্রমিকের ন্যায্য মজুরির দাবির কথাও শুনতে চায় না। মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকের জন্য রেশনিং, চিকিৎসা এবং বাসস্থানের অধিকার নিশ্চিত করে শ্রমিকের সঙ্গে মানবিক আচরণ করা রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত। অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা বাস্তবায়ন করতে হবে এবং মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধির প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। শ্রমিক সংগঠনসমূহের নেতাদেরকে শ্রমিকদের মজুরি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং এর জন্য আরও দায়িত্বশীল আচরণ করতে হবে ও ত্যাগ স্বীকার করতে হবে।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি মাহাবুব আলম, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সহ-সভাপতি জলি তালুকদার, এই সংগঠনের আরেক সহ-সভাপতি ও শ্রমিক নেতা জিয়াউল কবীর খোকন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।