ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে গ্রিন টিভি: স্পিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে গ্রিন টিভি: স্পিকার

ঢাকা: তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেবে গ্রিন টিভি এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১৯ মে) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) রংধনু গ্রুপের মালিকানাধীন গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের তোমার চোখে বিশ্ব দেখি প্রতিপাদ্যে ‌‘গ্রিন টিভি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ধারণ করে আজকে গ্রিন টিভি নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেছে। বিশেষ করে তারা যেন তরুণদের কাছে মুক্তিযুদ্ধের ইতিবাচক ও সঠিক ইতিহাস তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবী এখন হাতের মুঠেয়। আমরা যখন ভুল সংবাদ প্রচার না করি, এ চ্যানেলের বিশ্বাস যোগ্যতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।

গ্রিন টিভি জনকল্যাণে সংবাদ প্রচার করবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, নদী দূষণ ও দুর্নীতির বিরুদ্ধে সঠিক সংবাদ প্রচার করে গ্রিন টিভি তাদের নামের মর্যাদা অক্ষুণ্ন রাখবে বলে মনে করি। গণমাধ্যমে পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছে। গ্রিন টিভি কাজের ক্ষেত্রে নারীবান্ধব চ্যানেল হিসেবে কাজ করবে। নতুন সময়ে তাদের হাতে যে চ্যালেঞ্জ নিয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রিন টিভি এগিয়ে যাবে।  

অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো রফিকুল ইসলাম, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, গ্রিন টিভির পরিচালক আমীর হেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।