ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে যাত্রীবেশে মাদক বিক্রি, আটক কারবারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২১, ২০২৩
মিরপুরে যাত্রীবেশে মাদক বিক্রি,  আটক কারবারি ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মিরপু‌রে এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

আটক মো. ফয়েজ আলমের (৩৯) বাড়ি কক্সবাজারে।

 

রোববার (২১ মে) বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, আটক ফয়েজ যাত্রীর ছদ্মবেশে ছাউনি কিংবা গাড়িতে থাকে, এরপর কৌশলে ফেরি করে ইয়াবা বিক্রি করতেন। গোপন সংবাদের ভিক্তিতে শনিবার (২০ মে) রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।  

তিনি জানান, মিরপুর টেকনিক্যাল মোড় যাত্রী ছাউনির সামনে থেকে মাদকসহ ফয়েজকে আটক করা করা হয়। তখন তার দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুসারে সাভারে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসীন আরও বলেন, ফয়েজ মূলত লবণ ব্যবসায়ী। এলাকায় সবাই তাকে লবণ ব্যবসায়ী হিসেবেই চেনে। কিন্তু সে এ ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়ায়াব সংগ্রহ করে তা ঢাকায় এনে বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতো। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ২১, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।