ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কেন্দ্র প্রধানের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মে ২১, ২০২৩
বেগমগঞ্জে এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কেন্দ্র প্রধানের বিরুদ্ধে

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে উচ্চতর গণিত বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে কেন্দ্র প্রধানের বিরুদ্ধে।

রোববার (২১ মে) চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রধান ছিলেন মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রশিদ তারেক।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উচ্চতর গণিত বিষয়ে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে একজন ও গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২২ জন পরীক্ষার্থীর জন্য এক প্যাকেটে ১৬০টি প্রশ্ন আসে। এর মধ্যে পরীক্ষার জন্য ১২৩টি প্রশ্নপত্র সরবরাহ করা হয়। কিন্তু পরীক্ষার সময় প্যাকেট খুলে ২টি প্রশ্নপত্র কম পাওয়া যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতকে অবহিত করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, এরকম একটি অভিযোগ পেয়ে কেন্দ্রে গিয়ে তদন্ত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তে তিনি কি পেয়েছেন সেটি জানাননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, উচ্চতর গণিত বিষয়ের ২টি প্রশ্নপত্র গায়েব দেখা যাচ্ছে। এটি কি কারণে ঘটলো রহস্য বের করতে তদন্ত চলছে। এতে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তির আওতায় আনা হবে।

কেন্দ্র প্রধান মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মাহবুবুর রশিদ তারেক প্রশ্নপত্র গায়েবের বিষয়টি অস্বীকার করে জানান, এ ধরনের তথ্য আমার জানা নেই। প্রশ্নপত্র নিয়ে ইউএনও সাহেব কি পেয়েছেন সেটি তিনিই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের ভাই সিরাজুল ইসলাম স্বপনকে বারবার খোঁজ করেও পাওয়া যায়নি।

তবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, পরীক্ষার প্রশ্নে কোনো আপস নেই। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি কঠোরভাবে দেখার জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।