ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে

ঢাকা: যানজট দূর করাসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ ব্যবস্থা মন্ত্রণালয়কে নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

শনিবার (২৭ মে) জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের, মো. আবু জাহির, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম ও মেরিনা জাহান অংশগ্রহণ করেন।

বৈঠকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন প্রকল্পগুলোর কার্যক্রম ও কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ওপর চিলমারী-মৌমারী সড়কে প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া ১৫তম থেকে ১৮তম সভায় নেওয়া সিদ্ধান্ত ও সুপারিশগুলোর বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য কমিটির সদস্য মো. আবু জাহিরকে আহ্বায়ক এবং এনামুল হক ও মো. ছলিম উদ্দীন তরফদারকে সদস্য করে তিন সদস্যের একটি সংসদীয় কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সভায় একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রচলিত আইন ও বিধি শিথিল করে সিন্ডিকেট ভেঙে অধিক সংখ্যক ঠিকাদারি প্রতিষ্ঠানকে টেন্ডারিং প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

এছাড়া বৈঠকে যানজট দূর করাসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ ও বিআরটিসির চেয়ারম্যান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।