ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ২৮, ২০২৩
ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ফটো।

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজ বাবু নামে (১৮ মাস) বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) সকালে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজ বাবু ওই গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে শিশু রাজ বাবু বাড়ির উঠানে খেলছিল। পরিবারের সদস্যরা এ সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে রাজ বাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে রাজ বাবুকে পড়ে থাকতে দেখে ও তার মরদেহ উদ্ধার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।