ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নৌকার প্রার্থীকে জেতাতে সম্ভাব্য প্রিসাইডিং অফিসারদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
আড়াইহাজারে নৌকার প্রার্থীকে জেতাতে সম্ভাব্য প্রিসাইডিং অফিসারদের শপথ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী সুন্দর আলীকে জেতাতে সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডং অফিসার ১০-১২ স্কুল ও কলেজ শিক্ষক শপথ নিয়েছেন।  নিয়ে সভা করেছেন।

 অতীতে বিভিন্ন নির্বাচনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এসব শিক্ষকরা।

মঙ্গলবার (৩০ মে) রাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে রাতে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনে কাজ করার শপথ নেন তারা। এ প্রচারণা সভা আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলীর ফেসবুকে লাইভ প্রচার হওয়ার পর থেকে পৌরসভা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ অংশগ্রহণকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আওয়ামী লীগ প্রার্থী সুন্দর আলী সঙ্গে হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম বাবু, প্রভাষক মোজাম্মেল হক সুলতানসাদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক লোকনাথ পোদ্দার, একই কলেজের আরেক  সহকারী  অধ্যাপক দেলোয়ার হোসেন বাচ্চু, ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, রোকনউদ্দিন গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রুহুল আমিন রতন, একই কলেজের আরেক সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, আড়াইহাজার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া স্বপন, জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, উজান গোবিন্দী বিনাইরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা নৌকাকে বিজয়ী করতে কীভাবে কাজ করা যায় তা তুলে ধরেন। সবাই যেকোনো উপায়ে নৌকাকে বিজয়ী করতে শপথ নেন।

অনুষ্ঠানে লাইভ ভিডিওতে দেখা গেছে, হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল তার বক্তব্যে বলেন, সুন্দর আলী আমার বন্ধু মানুষ। বন্ধুর জন্য আমাদের এ শিক্ষক টিম নাইনটি ফাইভ পার্সেন ভোট দেওয়ার ব্যবস্থা করে বিজয়ী করবো। এ সময় উপস্থিত সব শিক্ষকরা হাততালি দিয়ে একমত পোষণ করেন।

এ শিক্ষকরাই বিগত নির্বাচনগুলোতে বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এ কারণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ভিডিও ছড়িয়ে পড়েছে।  

নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা বলেন, আমরা একটি সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে বারবার দাবি জানাচ্ছি। আমরা লক্ষ্য করছি আড়াইহাজারে বেশ কিছু শিক্ষক অধ্যাপক প্রকাশ্যে নৌকার প্রার্থীর হয়ে ভোট চাইছেন। নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য কেন্দ্রে প্রভাব বিস্তারে কাজ শুরু করেছেন। তারাই আবার নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আমি এ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এটি সুষ্ঠু নির্বাচনে বাধা হচ্ছে। তিনি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে সুন্দর আলীর প্রার্থিতা বাতিলের দাবি জানান।

একই কথা বলেন অপর দুই স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুর রহমান ও মোবাইল প্রতীকের মামুন অর রশীদ। তাদের দাবি সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত। সেখানে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নৌকার প্রচারে সরাসরি অংশ নেওয়া সরকারও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মনে করছেন। তারা এসব শিক্ষকদের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দায়িত্ব না দেওয়ার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ ব্যাপারে হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বুলবুল নির্বাচনী সভার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান।

আড়াইহাজার পৌরসভার রিটার্নিং অফিসার রবিউল আলম বলেন, এ বিষয়টি জানা নেই, কেউ অভিযোগও করেনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।