ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১৪ মামলার আসামি মনির গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ৩১, ২০২৩
ভৈরবে ১৪ মামলার আসামি মনির গ্রেপ্তার গ্রেপ্তার এইচএম শফিক মনির

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আটটি মামলায় কারাদণ্ডপ্রাপ্তসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এইচএম শফিক মনিরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) বিকেলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার মনির একই উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মো. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, আটটি মামলায় কারাদণ্ডপ্রাপ্তসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এইচএম শফিক মনির গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটনের উত্তরা পূর্ব থানার সামনে থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভৈরব থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ভৈরব থানা পুলিশের যৌথ অভিযানে আটটি মামলায় কারাদণ্ডপ্রাপ্তসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।