ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘের এজেন্ডায় ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জুন ১, ২০২৩
জাতিসংঘের এজেন্ডায় ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি

ঢাকা: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এজেন্ডায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী ১৯ জুন থেকে ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৩তম অধিবেশনের এজেন্ডায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।

প্রবাসী বাংলাদেশি সংগঠন স্টিচিং বাসুগ (বাংলাদেশ সাপোর্ট গ্রুপ) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছিল। এই আবেদনে সহায়তা করেছে আমরা একাত্তর, প্রজন্ম ৭১, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ও সেরাজী ফাউন্ডেশন।

উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ১, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।