ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুন ৭, ২০২৩
ফেনীতে পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক-হেলপার নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকায় ডিমবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন।

বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে পিকআপের হেলপার জহির উদ্দিন (২৫) নাম-পরিচয় জানা গেছে। তিনি গাইবান্ধা জেলার মমতাজ মিয়ার ছেলে।  

ফেনীর মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে জানান, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ডিমবোঝাই একটি পিকআপভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। খাইয়ারা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে এতে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।  

মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপভ্যান পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে হয়েছে বলেও জানান রাশেদ খান।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ০৭, ২০২৩ 
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।