ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কানাইঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ১২, ২০২৩
কানাইঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২ দুর্ঘটনাকবলিত বাস।

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন দুইজন।

সোমবার (১২ জুন) দুপুর ১টার দিকে সিলেটের জকিগঞ্জ সড়কে উপজেলার চার নম্বর সাতবাক ইউনিয়নের জুলাইর ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ থেকে সিলেটের দিকে আসছিল যাত্রীবাহী একটি বাস (সিলেট-জ ১১-০২৪০)। এ সময় অন্য বাসকে অতিক্রম করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এত ১২ জন আহত হয়।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ প্রতিবেদন লেখার সময় দুর্ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমেদের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে থানার (ওসি, তদন্ত) মো. আদনান বলেন, একটি বাস হেলে পড়তে শুনেছি। এর বেশি তথ্য আমার কাছে নেই। ’ 

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।