ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আদালত চত্বরে ৩ রামদাসহ কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
আদালত চত্বরে ৩ রামদাসহ কিশোর আটক

বরগুনা: বরগুনায় আদালত চত্বর থেকে তিনটি রামদাসহ মো. আকিব (১৬) নামে এক কিশোরকে আটক করেছে কোর্ট পুলিশের সদস্যরা।  

বুধবার (১৪ জুন) সকাল ১১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

আটক আকিব জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ।  

তিনি বলেন, গোপন তথ্য ছিল -আজ আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে। সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এ সময় আকিব নামে এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা পেয়ে জব্দ করা হয়। আটক কিশোরকে বর্তমানে আদালত কারাগারে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, আদালতে হাজিরা দিতে আসার সময় মঙ্গলবার সকালে সরিষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার সমর্থকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আটক হওয়া কিশোরের বাবা জয়নাল আবেদীন জখম হন। তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।