ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তিন চাকার গাড়ির ওপর নীতিমালা তৈরি হচ্ছে: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
তিন চাকার গাড়ির ওপর নীতিমালা তৈরি হচ্ছে: ওবায়দুল কাদের

ঢাকা: সামগ্রিকভাবে তিন চাকার গাড়িগুলোর ওপর (ব্যাটারিচালিত অটোরিকশা) একটি নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৭ জুন) দুপুরে টঙ্গীতে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী-চেরাগআলী সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সারা দেশে প্রায় এক কোটির কাছাকাছি তিন চাকার গাড়ি চলাচল করে। এখন এ গাড়ির সঙ্গে বহু লোকের জীবন-জীবিকা নির্ভর করে। কাজেই এখন এই গাড়িগুলোকে বন্ধ করাই সমাধান নয়।

তিনি বলেন, এ গাড়িগুলোর একটি নীতিমালার আওতায় এনে কোথায় চলতে পারে, তাদের আলাদা রাস্তা করা হবে কি না এ বিষয়ে কাজ চলছে। আমাদের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কাজ করছে, জানি না কতটুকু কাজ করেছে তবে এ নীতিমালা তৈরির বিষয়ে আর বেশি সময় নেওয়া যাবে না। তবে এক মাস সময়ের বেশি যাতে না যায় সেটি লক্ষ্য রাখতে হবে। কারণ রাজধানী ও সড়ক এলাকায় অনেক ক্ষতি সম্মুখীন হচ্ছে। এ কারণে সব মহাসড়কেও সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।