ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এলজিইডি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
এলজিইডি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

ঢাকা: এলজিইডি’র আওতায় রাজস্ব খাতে জাতীয়করণের জন্য সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছে কর্মচারী ঐক্য পরিষদ।

শনিবার (১৭ জুন) রাজধানীর শেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।

এতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এস বাহার। লিখিত বক্তব্যে দুই দফা দাবি তুলে ধরেন তারা।

এতে বলা হয়, আদালতের রায়ের ৭৫০২ জন এলজিইডির কর্মকর্তা-কর্মচারী একই ধরনের রায় প্রাপ্ত হন। এর মধ্যে থেকে অর্ধেক অংশের চাকরি এলজিইডি জাতীয়করণ ও সরকারিকরণ করে নিয়েছে। অবশিষ্ট অংশ তারা বাস্তবায়ন না করে আমাদের সাথে বিগত ১০ বছর যাবত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আশ্বাস, এমনকি লিখিত আকারে আমাদের চাকরির পদ শূন্য সাপেক্ষে জাতীয়করণ ও সরকারিকরণ করে নেবে বলে আশ্বাস দেয়। অথচ আদালতের রায় বাস্তবায়ন না করে ইচ্ছামতো নিয়োগ দেওয়া হচ্ছে।

আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে সার্কুলারের সমস্ত কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।