ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ আটক ছয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ২২, ২০২৩
বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ আটক ছয়

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে সকালে উপজেলার  সাত নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার সেলিম মিয়ার পশ্চিম ভিটার বসতঘর থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।  

এ ঘটনায় আটকরা হলেন বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মনা মিয়ার ছেলে সজল মিয়া (৩০), একই এলাকার মজনু মিয়ার ছেলে ফটিক চাঁন (২৮), আবদুর রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হাসান মিয়া (৪২), সদর উপজেলার উলচাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে  আহাদ মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হিয়া মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, গাঁজা কেনাবেচা করা হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সিঙ্গারবিল ইউনিয়নে কাশিনগর গ্রামে সেলিম মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৭২ কেজি গাঁজাসহ ছয় জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।