ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ওয়াসার ১১২ কোটি টাকার ৮ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ওয়াসার ১১২ কোটি টাকার ৮ প্রস্তাব অনুমোদন

ঢাকা: ঢাকা ওয়াসার জন্য ১১২ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭৭৯ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ ব্যয়ের জন্য ৮টি প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে তোলা হয়।

এর মধ্যে টেবিলে উপস্থান করা হয় ৩টি প্রস্তাব। বাকি ৫টি প্রস্তাব ছিল এজেন্ডাভুক্ত।

বৃহস্পতিবার (২২ জুন) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২ এর পূর্ত কাজ ফাল্গুন সন্ধ্যানী লিমিটেডের কাছে থেকে ১১ কোটি ১৮ লাখ ১১ হাজার ৯০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২বি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চীনের এসআরসি’র কাছ থেকে ১১ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৮২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২সি এর পূর্ত কাজ যৌথভাবে এইচআইইটিসি এবং চীনের এসআরসি’র কাছ থেকে ১০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৪৫৮ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২ডি এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিডেটের কাছ থেকে ১২ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫২ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০২.১২ই এর পূর্ত কাজ দি সিভিল ইঞ্জিনিয়ারিং লিমেটেড’র কাছ থেকে ১২ কোটি ৭০ লাখ ৪৭ হাজার ৫৯ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব আরও জানান, বৈঠকে চারটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হলে তিনটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবগুলো হলো: ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-আইসিবি-০১.১৩ এর পূর্ত কাজ আরএফএল প্লাস্টিক লিমিটেডের কাছ থেকে ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার ১৩৭ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০১.১৯ এর পূর্ত কাজ পেপকো বাংলাদেশের কাছ থেকে ৯ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৬৮৫ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ প্রকল্পের প্যাকেজ নং-এনসিবি-০১.২০ এর পূর্ত কাজ জিটুজি টেক লিমিটেডের কাছ থেকে ১০ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৫১৬ টাকায় ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জুন ২২, ২০২৩
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।