ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ২২, ২০২৩
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) সদর উপজেলার রুপদিয়া বটতলা মোড় ও বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হামিদ জানান, বৃহস্পতিবার দুপুরে রুপদিয়া বটতলা মোড়ে যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় যশোরগামী আরও একটি ট্যাংক লরি ওভারটেক করার পিকআপ-কার্গোকে ধাক্কা দেয়। এতে পিকআপ ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে রাজীব তালুকদার (৩০)। এছাড়াও পিকআপ ও কার্গো ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। আর ট্যাংক লরির গ্লাস ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে, বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, দুপুরে বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও তার স্ত্রী চম্পা খাতুন (৩০) মোটরসাইকেল যোগে যশোর শহরে যাচ্ছিলেন। পথে উপজেলার খাজুরা যাদবপুর গ্রামের রাস্তায় চলন্ত অবস্থায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল থেকে আশরাফুল পড়ে গেলে ইঞ্জিন চালিত ট্রলির চাকায় মাথায় আঘাত লাগে। তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে আশরাফুল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আশরাফুলের স্ত্রী চম্পাকে গুরুতর অবস্থায় হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২২, ২০২৩
ইউজি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।