ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
রংপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু  প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর বক্তিয়ারপুর এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরের দিকে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জেলা সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া ন্দ্র (২৪)।

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, রংপুর মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বখতিয়ারপুর গ্রামের এনামুল হকের বাড়িতে সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন লিটন ও হুমায়ুন নামে দুই শ্রমিক। সেপটিক ট্যাংকে নামার পর সেখানে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ট্যাংকটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

ওসি আরও জানান, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার কারণে নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিগগিরই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।  

বাড়ির মালিক এনামুল হক জানান, সেপটিক ট্যাংকটি ২৫ দিন আগে নির্মাণ করা হয়। অল্প কিছু কাজ বাকি থাকায় সেগুলো শেষ করতেই নেমেছিলেন শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।