ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় কথিত ম্যাগনেটিক পিলারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
বরগুনায় কথিত ম্যাগনেটিক পিলারসহ আটক ১

বরগুনা: বরগুনার আমতলীতে ব্রিটিশ আমলের কথিত একটি ম্যাগনেটিক পিলার দিয়ে অভিনব প্রতারণাকারী চক্রের ১ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার (২৩ জুন‌) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জুন) গভীর রাতে  সহকারী উপ-পরিদর্শক মো. বশির আহম্মেদ ও জ্ঞান বাবুর নেতৃত্বে একটি চৌকশ টিম আমতলী উপজেলার সদর ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে অভিযান চালায়। এ সময় মৃত মোমেন গাজীর ছেলে আ. মজিদ গাজীকে (৬০) আটক ও তার বসতঘর তল্লাশি করে রান্না ঘরে রাখা ব্রিটিশ আমলের একটি ম্যাগনেটিক পিলার জব্দ করা হয়।   গোলাকার আকৃতির পিলারটির দৈর্ঘ্য ৩১ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি, ওজন ২১ কেজি ২০০ গ্রাম।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, একটি ম্যাগনেটিক পিলারসহ আটককৃত মজিদ গাজীর নামে আমতলী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ২০২১ সালের ২৩ মে আমতলীতে ম্যাগনেটিক পিলারসহ ৩ জন আটক হয় এবং এর এক দিন পর ২৪ মে পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ ১ জন আটক করে পাথরঘাটা কোস্টগার্ড।

তারা হলেন- বরগুনা জেলার তালতলী থানার মো. আল আমিন প্যাদা (২৭), একই জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ এলাকার নূর আলম মোল্লা (৬৫), আরপাঙ্গাশিয়া এলাকার মো. জামাল হাওলাদার (৪৫) ও পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নূর মোহাম্মাদ বয়াতীর ছেলে কালাম বয়াতী (২৭)।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।