ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে অজ্ঞান পার্টির প্রধানসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
গাবতলীতে অজ্ঞান পার্টির প্রধানসহ আটক ৫

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আটকরা হলেন- অজ্ঞান পার্টির প্রধান ফুল মিয়া (৪৯), এনামুল শেখ (৩৫), আবু মুসা (৩০), আহাদ আলী (২৪) ও রহিম (৩৮)।

শুক্রবার (২৩ জুন) তাদেরকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

তিনি জানান, গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টি চক্রের প্রধান ফুল মিয়াসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০টি চেতনানাশক ট্যাবলেট ও পাঁচ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়েছে।

আটকরা যাত্রীর ছদ্মবেশে দূর পাল্লার পরিবহনে ওঠে সাধারণ যাত্রীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে কৌশলে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট বা পানি পান করিয়ে সর্বস্ব লুট করে নেয়। ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক যাত্রী গাবতলী বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করবে, এ সুযোগকেই টার্গেট করে তারা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।