ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নগরবাসীকে সিসিক মেয়র আরিফুলের ঈদুল আজহার শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
নগরবাসীকে সিসিক মেয়র আরিফুলের ঈদুল আজহার শুভেচ্ছা

সিলেট: নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান মেয়র।



নগরবাসীকে সালাম ও ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা যারা পশু কোরবানি দেবো, তাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে ‘আপনার পশু কোরবানি যাতে কোনোভাবে নগরের পরিবেশকে বিপর্যস্ত, দূষিত না করে।  

নগরবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা পড়ে, সেদিকে লক্ষ্য রাখুন।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রিয় সিলেট নগরবাসী, আপনাদের ভালোবাসা ও রায়ে গত ১০ বছর আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। এ সময়ে ঈদুল আজহাসহ সব আনুষ্ঠানিকতায় আমি এবং সিলেট সিটি করপোরেশন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। এবারের ঈদেও আমার ওপর ন্যস্ত এ পবিত্র দায়িত্ব পালনের জন্য আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ প্রতিবারের মতো সবার সহযোগিতায় কোরবানি পরবর্তী দ্রুততম সময়ে আমরা-আমাদের শহরকে পরিচ্ছন্ন করে তুলবো।

সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে দুই মেয়াদে মেয়র নির্বাচিত করার জন্য তিনি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের’একজন কর্মী। কিন্তু নির্বাচিত মেয়র হিসেবে এ নগরের সব নাগরিকের প্রতি আমি সমানভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। ধনী-গরিব, ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা, রাজনীতি নির্বিশেষ সবার মধ্যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সিলেটের। আমি সিলেটের সন্তান হিসেবে সেই ঐতিহ্যের চর্চা করি।

আমি সিলোটি, আমি আপনাদেরই কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু-এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। মেয়র হওয়ার আগেও উৎসবে, আনন্দে, সমস্যা ও সংকটে আমি সবার সঙ্গে ছিলাম। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমাকে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগটুকু দিলে, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, যোগ করেন তিনি।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মানুষ হিসেবে আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নেবো-এটাও আজকের পবিত্র দিনের শিক্ষা। দীর্ঘ দায়িত্ব পালনকালে নগরীর স্বার্থে কখনো আমাকে কঠোর হতে হয়েছে, অনিচ্ছাকৃতভাবে কারো কারো বিরাগভাজন হয়েছি, আমার অনেক কাজ, অনেক কথা সাময়িকভাবে অনেকের বিরুদ্ধে গেছে, শুধু মনে রাখবেন যা করেছি-সব এই নগরের স্বার্থে, সবার ভালোর জন্য। ব্যক্তিগতভাবে কারো প্রতি কোনো ধরনের বিরূপ ধারণা বা নিজের স্বার্থে নয়। আমাদের এই পবিত্র নগরীর মানুষ সহনশীল, উদার, নিশ্চয়ই আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে ক্ষমা করবেন।

পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, প্রতিবেশী সবাইকে সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করুন। মহান রাব্বুল আল আমিন নিশ্চয় আমাদের ত্যাগকে কবুল করবেন। দেশে ও প্রবাসে থাকা সিলেটের সব নাগরিকদের আবারও জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।