ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, পঞ্চগড়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড়: সুইডেনে পবিত্র কোরআন মজিদ পোড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ জুলাই) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে চৌরঙ্গী মোড়ে জমায়েত হয়ে সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামের সামনের সড়কে সমাবেশ করে।  

এ সময় বক্তারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের প্রতি নিন্দা জানান। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশে সুইডেনের পণ্য ব্যবহার না করাসহ সুইডেনের সঙ্গে ব্যবসায়ীক সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সদস্য দেলোয়ার হুসাইন, মির তুহিনসহ অন্যান্য মুসল্লিরা।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।