ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এক ফুল দো মালি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
এক ফুল দো মালি!

মেহেরপুর: মেহেরপুরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর মধ্যে শুরু হয়েছে আইনি লড়াই। এই আইনি লড়াইয়ে ফলাফল যাই হোক স্ত্রী এসএম আফসানা হাবিব তার প্রথম স্বামী ফিরোজ হোসেনের কাছেই থাকছেন।

তবে, আফসানার এখনো ১৮ বছর হতে বাকি তিন মাস।

জানা গেছে, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার এসএম আফজাল হাবিবের মেয়ে এসএম আফসানা হাবিবের প্রথমে ২০২০ সালে বেড়পাড়া এলাকার লাল চান্দের ছেলে ফিরোজ হোসেনের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর তার বাবা-মা সেখান থেকে জোর করে তাকে নিয়ে আসেন। ফিরোজকে তালাক না দিয়েই গোভিপুর গ্রামের আরেজুল ইসলামের ছেলে তারিফুল ইসলামের সঙ্গে মেয়ের দ্বিতীয়বার বিয়ে দেন। এর মধ্যে আফসানা সেখান থেকে পালিয়ে এসে আবারও প্রথম স্বামী ফিরোজ হোসেনের কাছে চলে যান। আফসানা তার দ্বিতীয় স্বামী তারিফুল ইসলামকে তালাক দেন। পরে প্রথম স্বামী ফিরোজ হোসেনের সঙ্গে তৃতীয়বারের মত বিয়ে করেন।  

এদিকে তারা সংসার করলেও দ্বিতীয় স্বামী তারিফুল ইসলাম তার স্ত্রী আফসানা নিখোঁজ বলে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার ডাইরি নম্বর ১৮২, তারিখ ০৪/০৭/২০২৩।  

এ ঘটনায় মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম শনিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার সময় তাদের তিনজনকে ডেকে আপস মীমাংসা করে দেন। এসময় মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পী বলেন, যেহেতু তারিফুল ইসলামকে তালাক দিয়ে আফসানা তার আগের স্বামী ফিরোজ হোসেনকে পুনরায় বিয়ে করেছেন। তার কাবিননামায় দ্বিতীয় স্বামী তারিফুল দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। আফসানা তার প্রথম স্বামী ফিরোজ হোসেনের হাত ধরে নিজ গৃহে ফিরে গেছেন। এ সময় উপস্থিত মজলিসের লোকজনের বলে ওঠেন এ যেন এক ফুল দো মালি!

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।