ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণে উপজেলায় কমিটি গঠনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণে উপজেলায় কমিটি গঠনের সুপারিশ

ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাসহ সামাজিক প্রতিষ্ঠানের নামকরণে উপজেলা পর্যায়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করতে বলেছে সংসদীয় কমিটি।

রোববার (৯ জুলাই) জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয় ৷

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিণাধীন স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা; ১১ নম্বর সাব-কমিটির চূড়ান্ত প্রতিবেদন মূল কমিটিতে উপস্থাপন ও আলোচনা করা হয়।  

এছাড়া ৩৫তম বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা, ব্রিজ, কালভার্ট, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি নামকরণের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সুপারিশ করা হয়।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন সম্পত্তিগুলোর উন্নয়ন কার্যক্রম সম্বলিত একটি সচিত্র উপস্থাপনা প্রদর্শন করা হয় এ বৈঠকে ।

বৈঠকে ১১ নম্বর সাব-কমিটির উপস্থাপিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিক্ষেত্র নির্মাণের ক্ষেত্রে কিছু নকশাগত পরিবর্তন আনার সুপারিশ করা হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানরাসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।