ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ১

চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিপ্লব হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

রোববার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া থেকে মোটরসাইকেলযোগে সন্তোষপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বিপ্লব ও রুবেল। এ সময় একতারপুর বাঁওড়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চালক বিপ্লব হোসেন রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রুবেল। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেছেন জরুরি বিভাগের চিকিৎসক।

এ ঘটনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।