ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মধুখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
মধুখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখালী মধ্য আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আনোয়ারা কামারখালীর মধ্য আড়পাড়া গ্রামের সমর শেখের স্ত্রী।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামান রাসেল বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালটিতে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।  

পরকীয়ার জেরে ওই গৃহবধূকে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহত আনোয়ারার স্বজনরা।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।  

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।