ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
প্রধানমন্ত্রী ফেলোশিপ পেলেন ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা

কুমিল্লা: প্রধানমন্ত্রী ফেলোশিপ (পিএমএফ) পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এবারের ১০ জন পিএইচডি গবেষকের মধ্যে ইউএনও সোহেল রানা একজন।

 

রোববার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে আনুষ্ঠানিকভাবে এ ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য দেন।  

স্বাগত বক্তব্য দেন জিআইইউ’র মহাপরিচালক অধ্যাপক মো. আবদুল লতিফ।

জানা গেছে, এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে আগে নিজ যোগ্যতায় বিশ্বের ১শ’ র‌্যাংকিংয়ের মধ্যে থাকা যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ)- আওতায় এই বৃত্তির জন্যে আবেদন করতে হয়।  
প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানা মোনাশ ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি জমাবেন।

উল্লেখ্য, এই কর্মকর্তা সামাজিক বিরোধ নিরসন ও মাদক নিয়ন্ত্রণে ভূমিকা রেখে প্রশংসিত হচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।