ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় শ্যালক ও দুলাভাইয়ের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
মাদক মামলায় শ্যালক ও দুলাভাইয়ের যাবজ্জীবন

কক্সবাজার: কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় শ্যালক ও দুলাভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া এলাকার রমিজ উদ্দিন এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ওয়াইজ উদ্দিন। সম্পর্কে তারা পরস্পর শ্যালক ও দুলাভাই।

মামলার নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০২১ সালের ৯ আগস্ট রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এ সময় দলটির সদস্যরা খবর পান পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকায় জনৈক মাদক কারবারির বাড়িতে পাচারের উদ্দেশ্যে ইয়াবার বড় একটি চালান মজুত করা হয়েছে। র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে ফেললে তাদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ১১ হাজার ৯০০টি ইয়াবা।

এ ঘটনায় পরদিন ১০ আগস্ট র‌্যাবের এক সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। এরপর আদালত গত ২০২২ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সোমবার মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। এতে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।