ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে ৬ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
গাবতলীতে ৬ শতাধিক অবৈধ ঘর উচ্ছেদ

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৯ নম্বর ওয়ার্ডে মিরপুরের গাবতলী বেড়িবাঁধের আরশিনগর জামে মসজিদ থেকে ডিএনসিসির মালিকানাধীন আমিনবাজার পাইকারি কাঁচা মার্কেট পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে ছয় শতাধিক অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ করা হয়।

এছাড়াও অভিযানে জব্দ মালামাল তাৎক্ষণিক প্রকাশ্য নিলামের মাধ্যমে ভ্যাট ও আয়করসহ সর্বমোট এক লাখ ৪৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (১০ জুলাই ২০২৩) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (অ. দা.) মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার সাথী।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।