ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
নীলফামারীতে যুবককে কুপিয়ে হত্যা

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ভবেশ চন্দ্র রায় (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুলাই) পুলিশ মরদেগ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

 

এর আগে রোববার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভবেশ চন্দ্র রায় ওই ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে তার বাবার সঙ্গে মিষ্টির দোকানে কাজ করতেন। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ১১টার দিকে তার বাড়ির কাছে মিনাল চন্দ্র রায়ের বাড়ির সামনে আসে। এ সময় পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা এলোপাতাড়ি কোপায়।  

এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হামিদুল হক বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এ হত্যাকাণ্ড ঘটে।  

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।