ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পানিতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আড়াইহাজারে পানিতে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু  ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে শ্রাবন্তী (১২) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রাবন্তী ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।  

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বান্ধবিসহ খেল করছিল শ্রাবন্তী। হঠাৎ পাশে থাকা পানিবর্তী একটি গর্তে পড়ে ডুবে যায় সে। পরে তার বান্ধবি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে তারা ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর শ্রাবন্তীকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।