ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেন থেকে পড়ে পা হারানো শুভর অবস্থা সংকটাপন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ট্রেন থেকে পড়ে পা হারানো শুভর অবস্থা সংকটাপন্ন

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পা হারানো শিশু শুভর (১২) বর্তমান অবস্থা সংকটাপন্ন। এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসা সেবায় থাকা ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যায় শুভ। ট্রেনের নিচে কাটা পড়ে তার বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। বিকেল পৌনে পাঁচটার দিকে পাসহ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে কয়েকজন।

অনিক নামে শুভর এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, তারা বেশ কয়েকজনসহ বিমানবন্দর এলাকা থেকে কমলাপুরগামী একটি ট্রেনের ছাদে ওঠে। ট্রেনটি যখন তেজগাঁও রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় শুভ পড়ে যায়। ছাদ থেকে নিচে পড়ে ট্রেনের চাকায় তার বাঁ পা ঢুকে যায়। উরু থেকে শুভর পুরো পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে শুভকে হাসপাতালে নিয়ে আসা এক যুবক জানান, ট্রেনের ছাদের এক বগি থেকে অন্য বগিতে লাফিয়ে চলার সময় সে নিচে পড়ে যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানিয়েছেন, ট্রেন থেকে পড়ে পা হারানো শুভর পরিস্থিতি সংকটাপন্ন। আপাতত সে জরুরি বিভাগে ভর্তি আছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।