ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুই বাসের রেষারেষিতে গেল কাউসারের পা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
দুই বাসের রেষারেষিতে গেল কাউসারের পা

সাভার (ঢাকা): ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের রেষারেষিতে কাউসার হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল চালকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। তাকে ধাক্কা দেওয়া রাবেয়া পরিবহন নামে বাসটিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের নিরবচ্ছিন্ন চলাচলের লেনে এ দুর্ঘটনা ঘটে। বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কাউসারের মোটরসাইকেলটি।

আহত কাউসার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিতিপাল্লি গ্রামের কাতারবারিল্লা পাড়ার বাসিন্দা। তার বাবার নাম নুরুল ইসলাম। তাকে যে বাসটি ধাক্কা দিয়েছিল সেটি ঢাকা-রাজবাড়ি রুটে চলাচল করে। বাসটির চালক বা মালিকপক্ষের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। একইসময় ওই বাসের পেছনে থাকা রাবেয়া পরিবহন নামে অপর একটি দূরপাল্লার বাস সেটিকে অতিক্রম করতে ডান পাশের লেনে চলে আসে। এতে ডান দিকে থাকা ঢাকামুখী মোটরসাইকেলটির সঙ্গে রাবেয়া পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাউসারের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। তার মোটরসাইকেলটিও ভেঙে চুরমার হয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহত কাউসার হোসেন বলেন, দুপুরের দিকে বাড়ি থেকে ব্যক্তিগত কাজে নয়ারহাটে যাচ্ছিলাম। ধামরাই পার হওয়ার সময় ঢুলিভিটা এলাকায় এক বাস আরেকটিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে আমার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, আহতকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার পায়ের টাখনুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাসপাতালে এ প্রতিবেদক থাকা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কাউসারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই জাতীয় জরুরি যোগাযোগ নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ঘাতক বাসটি আটক করে গাজীপুর রিজিয়নের গোলড়া হাইওয়ে থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, খবর পেয়ে মহাসড়কের বাথুলি এলাকায় রাবেয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করা হয়। তবে বাসের চালক ও শ্রমিকরা পালিয়ে যায়। কিন্তু যাত্রীরা নিশ্চিত করে এ বাসটিই দুর্ঘটনা ঘটিয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ১১ জুলাই, ২০২৩
এসএফ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।